৪. আপনার মোবাইল এই বক্স এ আপনার মোবাইল নাম্বার লিখুন।
উদাহরণঃ 0170000000
৫. আপনার ঠিকানা এই বক্স এ আপনার ঠিকানা দিন লিখুন
উদাহরণঃ ৭২/এ, দক্ষিণ মানিকদী, সিলেট ১২০৬
৬. শিপিং মেথড এইখানে আপনার এরিয়া সিলেক্ট করতে হবে।
আপনি ঠিকানা যদি ঢাকা জেলা এর মধ্যে হয় তাহলে ঢাকার ভিতরে অপসন সিলেক্ট করতে হবে।
আপনি ঠিকানা যদি ঢাকা জেলা এর পার্শবর্তী এলাকা হয় যেমনঃসাভার,হেমায়েতপুর,আশুলিয়া, কেরানীগঞ্জ,নারায়ণগঞ্জ,গাজীপুর হয় তাহলে ঢাকার পার্শবর্তী অপসন সিলেক্ট করতে হবে।
আপনি ঠিকানা যদি ঢাকা জেলা এর বাহিরে হয় তাহলে ঢাকার বাহিরে অপসন সিলেক্ট করতে হবে।
৭. সবগুলো পূরণ করে অর্ডার কনফার্ম করুন বাটন এ ক্লিক করুন।
তারপর আপনার অর্ডার সফলভাবে প্লেস হয়ে যাবে।
অর্ডার কনফার্ম করার জন্য আমরা আপনাকে ফোন করবো (সকাল ৯ টা থেকে রাত ৯ টার মধ্যে)
ডেলিভারির সময় আপনার পণ্য ক্ষতিগ্রস্ত, ত্রুটিপূর্ণ, ভুল বা অসম্পূর্ণ হলে, অনুগ্রহ করে ডেলিভারির তারিখের 3 দিনের মধ্যে কাস্টমার কেয়ার সাপোর্ট নম্বরে কল করে পার্সেল রিটার্ন করার জন্য রিকুস্ট করুন।
এই পণ্যের রিটার্নের কারণ হিসাবে মন পরিবর্তন প্রযোজ্য নয়।